মুজিব বর্ষ উদযাপনের সাল শুরু
২০২০ সাল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই অনন্য সালটিকে 'মুজিব বর্ষ' হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপলক্ষ্যে আগামী ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
ক্লান্ত বিদায়ী বছরের (২০১৯) সকল অপূর্ণতা, অপ্রাপ্তি, গ্লানি, সম্ভাবনার দুয়ার খুলতে না পারার অক্ষমতা ও বেদনা, পথ চলতে পথ হারানোর স্মৃতি ভুলে গিয়ে আগামীর প্রত্যাশা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে সম্ভাবনাময় ২০২০ সাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই বছরটিকে ‘মুজিব বর্ষ’ রূপে উদযাপন করবে জাতি। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তনের দিন থেকে ‘মুজিব বর্ষ’ উদযাপনের ক্ষণ গণনা (কাউন্ট ডাউন) শুরু হতে যাচ্ছে। মুজিব বর্ষ উদযাপনের সময় এই কথাটি মনে রাখা দরকার যে মুজিব শুধু তাঁর সন্তানদের পিতা নন। তিনি জাতিরও পিতা। তিনি বিশেষ কোন দলের নেতা নন। তিনি সকল বাঙ্গালী জাতির নেতা। তিনি বাংলা ও বাঙ্গালীর একান্ত আপনজন। তিনি সোনার বাংলা প্রতিষ্ঠা ও সোনার মানুষ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
২০২০ সাল ‘মুজিব বর্ষে’ আমাদের প্রত্যাশা বিগত ৪৮ বছরের পুঞ্জীভূত সকল অপূর্ণতা, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে চলমান অগ্রযাত্রার ধারাবাহিকতায় বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্স চট্টগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘মুজিব বর্ষ’ - এর সাথে একাত্ত হয়ে তাঁদের বিশেষ কার্যক্রম পালনের কর্মসূচি যথাযথভাবে গ্রহণ করেছে।